CMOSH CANCER INSTITUTE & RESEARH CENTER

CMOSGH is one of the major health care Centre in Bangladesh, established in 31st December,1979 . Medical Oncology & Radiotherapy is one of the major department of this hospital. Since the year 2015 Medical Oncology & Radiotherapy has been established. We started our department as OPD & only 2 beds for Chemotherapy in 2015. Gradually it increased to 30 beds and now its a full fledge Institute. 60 bed full fledged Institute with Chemotherapy Unit, Palliative care unit, Paediatric & Adult Hemato Oncology Unit, Onco critical care unit , Onco surgical Unit & Radiotherapy Unit with Latest Technology LINAC machine Out of 60 , five (5) beds are non paying. Daily patients are getting chemotherapy in our highly equipped chemotherapy day care unit. Our IPD service is open for 24/7. For all the oncology patients who are critically ill and needs palliative care. Our Radiotherapy Unit is equipped with the most modern Linac Machine in the country & patients are getting radiotherapy (3DCRT, IMRT, VMAT) under our expertise team.
The doctors who are working in this institute are getting training from Higher centers in Dhaka & India. Periodically the doctors are attending international and national conferences and workshop in home and abroad. Trainer from Dhaka & India visits regularly in our institute for better training of Radiotherapy treatment. Part II trainees do their dissertation in PICU about different topics. The following research works was done here about ABG in Bronchiolitis ,ABG in Bronchial Asthma,ABG in Respiratory distress, Nebulization with 3% NaCl VS Salbutamol & ipratropium solution in Bronchiolitis, Peritoneal dialysis in Hypernatremic Dehydration in different occasion. The Professors, doctors, nurses, other employees are working together to improve best quality of treatment in our centre. Nurses of our ward are doing their training from our nursing institute and from other hospital of Bangladesh.

ভূমিকাঃ “চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল” চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে আগ্রাবাদ এলাকায় অবস্থিত সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী, জনহিতকর ও সেবামূলক হাসপাতাল। জনসাধারণের অর্থানুকূল্যে এটি পরিচালিত হচ্ছে। ১৯৭৯ সালের ৩১শে ডিসেম্বর আন্তর্জাতিক শিশুবর্ষ উপলক্ষে চট্টগ্রামের কিছু মহৎপ্রাণ ব্যক্তির উদ্যোগে এই হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করে। প্রাথমিকভাবে শুধুমাত্র শিশু স্বাস্থ্য বহির্বিভাগের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে ৬৫০ শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল, একটি বেসরকারী মেডিকেল কলেজ, একটি নার্সিং ইনষ্টিটিউট, একটি নার্সিং কলেজ, একটি ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ ও একটি ইনষ্টিটিউট অব অটিজম এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অত্যন্ত সফল ও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। হাসপাতালের আন্তঃ ও বহির্বিভাগে বর্তমানে সকল বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। অসহায় ও গরীব রোগীদের হাসপাতালের যাকাত ফান্ড ও দরিদ্র কল্যাণ তহবিল থেকে সর্বাত্বক সহযোগিতা করা হচ্ছে। আমাদের অন্যতম লক্ষ্য হল কোন রোগী যাতে টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। এইসব বিষয় বিবেচনায় রেখে চট্টগ্রামে বেসরকারী চিকিৎসা সেবার অগ্রপথিক “চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল” কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। এজন্য প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় জমি বরাদ্ধ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মান নীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এম.পি গত ১২/১২/২০১৫ ইং তারিখ উক্ত জমির দলিল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

landdoc

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই প্রায় ১৫ কাঠা জমির উপর এই ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউটের জন্য আলাদা ভবন নির্মাণ করা হয়েছে। উক্ত ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউটের ভবন নির্মাণ ও অত্যাধুনিক ক্যান্সার রেডিয়েশন মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করা হয়েছে। প্রস্তাবিত ক্যান্সার হাসপাতাল স্থাপনে আনুমানিক ১২০ কোটি টাকা প্রয়োজন। প্রাথমিক ভাবে ১টি Linac Radiotherapy Machine সহ ক্যান্সার চিকিৎসা সেবা শুরু করতে আনুমানিক ৫০ কোটি টাকা প্রয়োজন হবে। দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেককে চেয়ারম্যান, চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান জনাব এস এম আবু তৈয়বকে কো-চেয়ারম্যান ও হাসপাতালের ট্রেজারার জনাব মোঃ রেজাউল করিম আজাদকে মেম্বার সেক্রেটারী কওে ১০১ সদস্য বিশিষ্ট একটি ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ ব্যাপারে অর্থ সংগ্রহের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য, চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকা উক্ত ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নের জন্য মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন। আমরা সমাজের সকল বিত্তশালীদের উক্ত ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আসুন আমরা সম্মিলিতভাবে সর্বাত্বক সহযোগিতা দিয়ে ঘাতক ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

Pic


CMOSH অনকোলজি ও হেমাটোলজি বিভাগঃ ২০১৫ সাল থেকে স্বল্প পরিসরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনকোলজি ও হেমাটোলজি বিভাগে ক্যান্সারের চিকিৎসা শুরু করা হয়। পরবর্তীতে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে রেডিওথেরাপি ও হেমাটোলজি বিভাগ একসাথে সমন্বয় করে এখানে সকল কেমোথেরাপি, ইনডোর সার্ভিস, আউটডোর সার্ভিস, টিউমার বোর্ড সহ ক্যান্সার চিকিৎসার সম্পূর্ণ চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। বর্তমানে অনকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শেফাতুজ্জাহান এবং হেমাটোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডাঃ সামিরা তৌফিক রেশমা। উক্ত বিভাগে ১ জন এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ নুজহাত শারমিন রুহি সহ ১০ জন মেডিকেল অফিসার এবং প্রয়োজনীয় প্রশিক্ষন প্রাপ্ত অভিজ্ঞ নার্স কর্মরত আছেন। কেমোথেরাপি ইউনিটে ২ শিফটে রোগীদের কেমোথেরাপি প্রদান করা হয়। বর্তমানে ক্যান্সার ইউনিটের অধীনে কেমোথেরাপির জন্য ৩০ টি শয্যা রয়েছে। সকলের সর্বাত্বক সহযোগিতায় রোগীর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালে উক্ত ইউনিটে রোগীর সংখ্যা ছিল ২৫০ জন, ২০১৬ সালে ৭৭৩ জন ২০১৭ ৬৯৯ জন, ২০১৮ সালে ১৫০০ জন ২০১৯ সালে ১৯৫০ জন, ২০২০ সালে ১৬০৬ জন, ২০২১ সালে ১৫৩০ জন এবং ২০২২ সালে ২১০৫ জন । পাশাপাশি কেমোথেরাপি রোগীর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালে ২৫০ জন, ২০১৬ সালে ৭৭৩ জন, ২০১৭ সালে ৬৯৯ জন, ২০১৮ সালে ১৪৯৮ জন, ২০১৯ সালে ১৯৫০ জন, ২০২০ সালে ১৬০৬ জন, ২০২১ সালে ১৫৩০ জন এবং ২০২২ সালে ৫০৯৩ জন ।


অসহায় ও গরীব ক্যান্সার রোগীদের হাসপাতালের যাকাত ফান্ড ও দরিদ্র কল্যাণ তহবিল থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনষ্টিটিউট বাস্তবায়নের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য উদাত্ত সহযোগিতার আবেদন -

See All Video
-->